দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গ্রুপ-ডি মামলায় স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই মামলায় আগে ৫৭৩ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। SSC-র বিরুদ্ধে আগেও একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। একসঙ্গে এতজনকে বরখাস্ত করে দেওয়ার নির্দেশ আগে কখনও দেয়নি আদালত। চাকরি খারিজের পাশাপাশি ৫৭৩ জনকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যে বেতন পেয়েছেন, তাও ফেরাতে হবে। এই দুর্নীতির তদন্তে বিশেষ কমিটি গঠন করেছিল আদালত। আগামী ১৪ ফেব্রুয়ারি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন। সেখানে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেলেও কমিটি গঠন করে তদন্তের কথা বলে আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি আরকে বাগ ছিলেন সেই কমিটির শীর্ষে। বাকি মামলা ফিরে যায় সিঙ্গল বেঞ্চে। সেই সিঙ্গল বেঞ্চের তরফে ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হল।