দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
প্রায় দু বছর ধরে স্কুলের দরজা বন্ধ ছিল। পড়াশোনা শিকেয় ওঠে অতিমারি পরিস্থিতিতে। আর ছাত্রছাত্রীদের পড়াশোনা কোন অবস্থায় রয়েছে তা নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল। আর সেই সমীক্ষা রিপোর্টে একেবারে হতাশা জনক চিত্র। সেখানে দেখা যাচ্ছে তৃতীয় শ্রেণির ৩০ শতাংশেরও কম ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণির বই পড়তে পারছে। পঞ্চম শ্রেণির ৫০ শতাংশেরও কম সংখ্যক পড়ুয়া ক্লাস ২-র পড়া পড়তে পারছে। অষ্টম শ্রেণির ৭০ শতাংশ পড়ুয়া ক্লাস-২ এর পড়া পড়তে পারছে।
প্রথম ফাউন্ডেশন ও লিভার ফাউন্ডেশন যৌথ ভাবে এই সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১৪ ও ২০১৮ সালে প্রথম শ্রেণির অন্তত ৭০ শতাংশের বেশি পড়ুয়া অক্ষর চিনতে পারত। বর্তমানে কেবলমাত্র ৬৬ শতাংশ তা পারছে। দ্বিতীয় শ্রেণির ৫৩ শতাংশ পড়ুয়া পড়তে পারছে। ২০১৮ সালে ওই ক্লাসের ৬৬ শতাংশ ছাত্রছাত্রী পড়তে পারত।
অঙ্কের কথায় আসা যাক। তৃতীয় শ্রেণির মাত্র ৩০ শতাংশ ছাত্রছাত্রী দুই সংখ্যার বিয়োগ পারছে। কিন্তু ক্লাস ২-তেই বিয়োগ শেখার কথা। অষ্টম শ্রেণির ৫০ শতাংশ পড়ুয়া বিয়োগ পারছেনা। ৬০ শতাংশ ভাগ করতে পারছে না। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, এটা প্রকৃত বাস্তবকে তুলে ধরেছে।