দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। চলতি মরশুমে দেখা গিয়েছে শীতেও ঝেঁপে নেমেছে বৃষ্টিপাত। কখনও পশ্চিমী ঝঞ্ঝা আবার কখনও নিম্নচাপ, অসময়ের বৃষ্টিতে ভিজেছে বাংলা। ফের বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, জানাচ্ছে হাওয়া অফিস। একই সঙ্গে ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত, স্পষ্ট জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০ ফেব্রুয়ারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিন বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে অন্যান্য জেলার তুলনায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। কাল থেকে উন্নতি হবে পরিস্থিতির। ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।
জানা যাচ্ছে, মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ফের রাজ্যে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই বছরের জন্য কি তবে শীতের মেয়ার শেষ ? চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা একধাক্কায় বেশ কিছুটা কমতে পারে। তবে জমাটি শীতের কামব্যাক এই মরশুমে সম্ভব নয় বলেই জানাচ্ছেন তাঁরা। ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রাও।