দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নিম্নমুখী রাজ্যের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বঙ্গে আরও কমল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা। তবে মৃতের সংখ্যা বাড়ল খানিকটা। পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগও।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭৬৭ জন। দৈনিক সংক্রমিতের নিরিখে শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় ভাইরাস প্রাণ কেড়েছে ২৭ জনের। দৈনিক মৃতের নিরিখে শীর্ষে তিলোত্তমা।
তবে করোনা পরিস্থিতিতে স্বস্তি জোগাচ্ছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতা অনেকটাই বেশ। একদিনে ১ হাজার ৩৬১ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৩৬ লক্ষ ৮৬ হাজার ৮৫৩টি নমুনা পরীক্ষা হয়েছে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ।