দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের শীতের কামব্যাক ! ১৭ ডিগ্রি থেকে তাপমাত্রা নামল সোজা ১৪ ডিগ্রিতে। এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতনে ফের শীতের আমেজ ফিরল শহরে। শেষবেলায় ফের ঝোড়ো ইনিং খেলবে শীত? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। পূর্বাভাস মতো শনিবার কমল তাপমাত্রা। তবে আগামী ১৬ তারিখ থেকে ফের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বঙ্গে। ভ্যালেন্টাইন মরশুমে শীতসুখ উপভোগ করতে পারবে রাজ্যবাসী।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। আগামী পাঁচদিন কলকাতায় শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কমবে তাপমাত্রাও। রাতের তাপমাত্রা আগামী তিনদিন নিম্নমুখীই থাকবে।