দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোমবার, একটি চোরাচালান কারী জলদস্যুদের মাছধরার ট্রলার আটক করলো হলদিয়া উপকূল রক্ষিবাহিনী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার কুকড়াহাটিতে। উপকূল রক্ষিবাহিনী সুত্রে জানা গিয়েছে রাতের অন্ধকারে এই ট্রলার টি সন্দেহ জনক ভাবে রূপনারায়ন দামোদর ও হলদি নদীর সংযোগ স্থলে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিলো।
রাতের দিকে হঠাৎ করে ট্রলারটিকে সন্দেহ জনকভাবে দূর থেকে দূরবিনেই ঘুরতে দেখেন টহলদার হভারক্রাফ্টের কোস্টগার্ড এর জওয়ানরা। কোস্টগার্ডের হভারকাফ্টের শব্দ পেয়ে চোরা কারবারী জলদস্যুরা ট্রলারের পিক্আপ বাড়িয়ে চম্পট দেয়। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। তারা পালাতে না পেরে পূর্ব মেদিনীপুরের গেঁওখালীর কাছে নাটশাল এ নদীর পাড়ে একটি ঝোপের আড়ালে ট্রলার রাখে। আর সেখান থেকেই জলদস্যুরা চম্পট দেয়।
সোমবার সকালে ট্রলারটি আটক করেছে কোস্টগার্ড। সূত্রের খবর, অনুসন্ধানে দেখতে পাওয়া যায় ট্রলার ভর্তি বহুমূল্যবান সামগ্রী রয়েছে। এই মুহুর্তে ট্রলারটি ঘিরে তল্লাশি চালাচ্ছে কোস্টগার্ড এর প্রায় ৬০ জন আধিকারিক ও জওয়ানরা। অন্যদিকে স্থলভাগে মহিষাদল থানা তল্লাশি চলছে পলাতক জলদস্যুদের। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে মহিষাদল সহ পূর্ব মেদিনীপুরের গোটা এলাকায়।



