দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
জাতীয় স্তরে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আপাতত তৃণমূলের সমস্ত শীর্ষ পদের অবলুপ্তি ঘটানো হল। জাতীয় কর্মসমিতির ২০ জন সদস্যের নামের তালিকা প্রকাশ্ হয়েছে।
জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। কমিটিতে তৃণমূল সুপ্রিমো সহ মোট ২০ জন সদস্য রয়েছেন বলে জানান তিনি।
এদিন প্রাথমিকভাবে ১৬ জনের নাম ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, বুলুচিক বরাইক, গৌতম দেব। পরে ফিরহাদ হাকিম জানান, জাতীয় কর্মসমিতির তালিকায় থাকা বাকি সদস্যদের মধ্যে রয়েছেন তিনি নিজে, যশবন্ত সিনহা, অরূপ বিশ্বাস এবং শোভনদেব চট্টোপাধ্যায়।
এখনও কোনও পদাধিকারীর নাম ঘোষণা করা হয়নি। ফলে আপাতত জাতীয় স্তরে সমস্ত পদের অবলুপ্তি ঘটানো হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে তৃণমূল সুপ্রিমো পদাধিকারীদের নাম ঘোষণা না করা পর্যন্ত এই পদের দায়িত্বেও কেউ থাকছেন না।