দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দ্রুত সুস্থ হচ্ছে বাংলা। ফের নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। ধারা অব্যাহত রেখে অনেকটাই কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে খানিকটা। ভাইরাসে একদিনে ২৫ জনের প্রাণ কেড়েছে। মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। তিলোত্তমায় একদিনে ৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে ভাইরাসকে হারিয়েছেন ১ হাজার ৩৪৭ জন। রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৭৫ হাজার ৯১৫ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।