দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চার পুরনিগমের সবকটিতে জয় তৃণমূলের। গণনা শুরু হওয়ার পর থেকেই ঘাসফুল ফুটতে শুরু করে একাধিক ওয়ার্ডে। শিলিগুড়িতে পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল। মেয়র হবেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সেই কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে ঘাসফুলের ঝড়েও শিলিগুড়ি ছিল বামেদের শক্ত ঘাঁটি। তৃণমূল ক্ষমতায় আসার পরও পুরবোর্ড গঠন করেছিল বামেরা। মেয়র ছিলেন অশোক ভট্টাচার্য। এবার তাঁর কাঁধে ছিল নির্বাচনের ভার। শেষ রক্ষা হল না। অন্যদিকে পরাজিত শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
সকাল থেকেই শিলিগুড়িতে একের পর বাম ও বিজেপি প্রার্থীদের পরাজয় সামনে আসে। পরাজিত হয়েছে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যও। মেয়র হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর বাংলার মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, আমি দিদির প্রতি কৃতজ্ঞ।