দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যের করোনা গ্রাফ দেখে স্বস্তিতে চিকিৎসক মহল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩২০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। পজিটিভিটি রেট ১.২৯ শতাংশ। কমেছে মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ২৩ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।
একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ২৩ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৯ জন। করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১, ৩১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯, ৭৮, ৫৫৫।