দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলতি মরশুমে মাঝে মাঝে ঝোড়ো ইনিংস খেলেছে শীত। অনেক সময় ঠান্ডার পথ আটকেছে বৃষ্টিপাত। গত দু’দিন ধরেই শীতের আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। ফের বদলাতে চলেছে আবহাওয়ার মতি-গতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় সেভাবে বদল হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়া। তারপর থেকেই ধীরে ধীরে গায়েব হয়ে যাবে শীত। দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। জেলা গুলিতে শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকলেও কলকাতার তাপমাত্রা বাড়বে। জানা যাচ্ছে, রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে চড়বে তাপমাত্রা।