দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
এসএসসি-র গ্রুপ সি মামলায় নয়া মোড়। ৩৫০ জনের নিয়োগ বাতিল করল হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি, গ্রুপ ডি মামলার তদন্তের ভার অনুসন্ধান কমিটির পরিবর্তে সিবিআই-কে দিল কলকাতা হাই কোর্ট। ১৬ মার্চের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ।
গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার ৩৫০ জনের নিয়োগ বাতিল করল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি, যে অর্থ তাঁদের বেতন বাবদ খরচ করা হয়েছে, তা পুনরুদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এসএসসির তরফে জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যে সুপারিশ প্রয়োজন ৩৫০ জনের ক্ষেত্রে তা করা হয়নি। ফলে ৩৫০ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে আদালত। তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে সিবিআইকে।