দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যে শীতের আমেজ রয়েছে। তবে এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি নীচে ছিল শহরের তাপমাত্রা। এদিন থেকেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মূলত পরিষ্কার থাকবে আকাশ। আলিপুর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তবে সকালের দিকে অধিকাংশ জেলা গুলিই দাপট দেখাবে কুয়াশা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও তাপমাত্রা বাড়তে পারে। জেলা গুলিতে শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকলেও কলকাতার তাপমাত্রা দ্রুত বাড়বে। জানা যাচ্ছে, রাজ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয়েছে। ফলে চড়বে তাপমাত্রা।