দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বিদায় নিচ্ছে শীত। গতকালের থেকে আজ তাপমাত্রা আরও বাড়বে। শুধু কলকাতা নয়, শীতের দাপট কমবে জেলা গুলিতেও, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর।
চলতি মরশুমে আবহাওয়ার মতিগতি বদলেছে মুহূর্তে। হাঁড় কাঁপানো শীতের মধ্যে অকাল বর্ষণ প্রত্যক্ষ করেছেন। কিছুদিন আগেও রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাত হয়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের আকাশ মোটের উপর মেঘমুক্ত থাকবে।
কলকাতায় ভোরের দিকে দাপট দেখাবে কুয়াশা। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ, বাড়বে দৃশ্যমানতা। এদিন দুপুরের দিকে শহরের তাপমাত্রা বাড়বে। ফলে সোয়েটার, মাফলার, চাদরের প্রয়োজনও কমবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম এবং আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস।