দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের বাঘের হামলায় প্রাণ গেল মৎস্যজীবীর। নিখিল মণ্ডল নামে বছর পঞ্চাশের মৎস্যজীবী গোসাবা ব্লকের লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরি এলাকার বাসিন্দা। দু’জন সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার ভোরে ডিঙি নৌকা করে সুন্দরবনের ঝিলা ৪ নম্বর জঙ্গলের কাঁকড়া ধরতে গিয়েছিলেন। নদীর খাড়িতে নেমে কাঁকড়া ধরার সময় সুন্দরবনের গভীর জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসে। সুযোগ বুঝে আচমকা নিখিলের উপর ঝাঁপিয়ে পড়ে। টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অপর দুই সঙ্গী কাঁকড়া ধরার শিক আর নৌকার বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে।
বেশ কিছুক্ষণ বাঘে মানুষে লড়াই চলে। পরিস্থিতি বেগতিক বুঝে রণে ভঙ্গ দেন দুই সঙ্গী। বাঘ তার শিকার নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। তাঁরা ওই মৎস্যজীবীর পরিবারের লোকজনকে দুর্ঘটনার কথা জানায়। শোকে কান্নায় ভেঙে পড়ে মৎস্যজীবীর পরিবার পরিজন। বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর।