দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভেঙে দেওয়া হয়েছিল তৃণমূলের কংগ্রেসের জাতীয় স্তরের সব পদ। গঠিত হয়েছিল ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি। শুক্রবার ছিল নবগঠিত কর্মসমিতির প্রথম বৈঠক। আর সেখানেই ফের পুরনো পদেই ফিরিয়ে আনা হল দলের সেকেন্ড-ইন-কমান্ডকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৈঠক শেষে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পদাধিকারীদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ”সর্বভারতীয় সহ সভাপতি যশবন্ত সিনহা, সুব্রত বক্সী এবং চন্দ্রিমা ভট্টাচার্য। সর্বভারতীয় কোষাধ্যক্ষ হলেন অরূপ বিশ্বাস। সম্বন্বয়য়কারী হিসেবে থাকছেন ফিরহাদ হাকিম। অর্থনৈতিক নীতি পলিসি গঠন করবেন যশবন্ত সিনহা, অমিত মিত্র প্রমুখরা।
জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়। রাজ্যসভা এবং লোকসভায় মুখপাত্র হিসেবে থাকবেন যথাক্রমে সুখেন্দুশেখর রায় এবং ড. কাকলি ঘোষ দস্তিদার। উত্তরপূর্ব ভারতের দায়িত্বে থাকবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক, মুকুল সাংমা। জাতীয় স্তরে তৃণমূলের মুখপাত্র সুখেন্দুশেখর রায়, ড. কাকলি ঘোষ দস্তিদার এবং মহুয়া মৈত্র।”