দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কমল দৈনিক করোনা সংক্রমিত এবং মৃতের সংখ্যা। পজিটিভিটি রেট কমল অনেকটাই।স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪১ জন। তার ঠিক পরের স্থানেই রয়েছে কলকাতা। ৩৮ জন একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন। অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ৭ হাজার ৭৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানির সংখ্যাও কমেছে বেশ কিছুটা। মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত করোনা মোট ২১ হাজার ১০৭ জনের প্রাণ কেড়েছে। স্বস্তি জোগাচ্ছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ১ হাজার ৩৪৬ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ।