দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
উত্তর এবং দক্ষিণ ভিজতে পারে দুই বঙ্গ। কমবেশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা গুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চড়বে তাপমাত্রার পারদ। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে।
রবিবার সকাল থেকেই জেলাগুলির আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা।
পরিস্থিতির উন্নতি হবে সোমবার। সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।