দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আকাশ মেঘলা থাকলেও আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ থেকেই পরিষ্কার হবে আবহাওয়া। যদিও উপকূলীয় এলাকায় সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়া শুষ্ক হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। পরিষ্কার হবে আকাশও। বৃষ্টি হলেও নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই।
এদিন সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা শহর। বেলা বাড়লে আংশিক পরিষ্কার হবে আকাশ। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৭ শতাংশ।