দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নির্দিষ্ট দিনে করোনা বিধি মেনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে। মুখ্যসচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, সব জেলার ডিএম ও এসপিদের ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। নিজের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা। ৭ থেকে ১৬ মার্চ হবে মাধ্যমিক। ২ এপ্রিল শুরু হবে উচ্চমাধ্যমিক। শেষ হবে ২০ এপ্রিল।
দু’টি পরীক্ষাতেই সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। মাধ্যমিক হবে সকাল ১১.৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। উচ্চমাধ্যমিক চলবে সকাল ১০টা থেকে ১.১৫ পর্যন্ত। স্কুলে হবে একাদশ শ্রেণির পরীক্ষাও। পরীক্ষার দিন গুলিতে রাজ্য সরকারের কাছে বাড়তি গণপরিবহন ও পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।