দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ভরা বসন্তের মধ্যেও বৃষ্টির একচেটিয়া দাপট অব্যাহত। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাড়বে তাপমাত্রাও। নতুন করে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
২৪ তারিখ থেকেই হাওয়া বদল হবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। ২৫ তারিখ এই জেলা গুলির পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে। শুক্রবার কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ তারিখ আবারও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।
অন্যদিকে, নতুন করে আর ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আপাতত দিনের বেলা ও রাতের বেলা ঠান্ডার আমেজ থাকছে। তাও গায়েব হয়ে যাবে ধীরে ধীরে।পাশাপাশি বুধবার সকালের দিকে ঘন কুয়াশার চাদরে মোড়া থাকতে পারে একাধিক জেলা।