দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্যজুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত, জানা গিয়েছে এমনটাই। পাশাপাশি চড়বে তাপমাত্রার পারদও। এই মরশুমের মতো ‘শীতের বিদায়, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের কমবেশি সমস্ত জেলা গুলিতেই বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। শুক্রবার বৃষ্টি হতে পারে শহর কলকাতাতে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবার থেকে আকাশ পরিষ্কার হবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ হবে মেঘমুক্ত।
বৃষ্টিপাত হলেও নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের কথায় এই মরশুমের মতো শীত শেষ হয়েছে। এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ।