দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ছোটদের জন্য নতুন করোনা ভ্যাকসিন আসছে রাজ্যে। বাংলায় আসছে নতুন টিকা কর্বেভ্যাক্স। তবে কবে থেকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে, তা এখনও জানা যায়নি। আপাতত রাজ্য স্বাস্থ্যদপ্তরের বিশেষ কেন্দ্রে সংরক্ষিত থাকবে।
চলতি বছরের শুরু থেকে দেশে কম বয়সীদের টিকাকরণ আরম্ভ হয়েছে। এতদিন কোভ্যাক্সিন দেওয়া হচ্ছিল তাদের। ১২-১৫ বছরে সদ্য ছাড়পত্র পেয়েছে করবেভ্যাক্স। এবার প্রায় ৪৪ হাজার ভায়াল করবেভ্যাক্স আসছে রাজ্য। ৩১ লক্ষ ডোজ দেওয়া হবে বলে খবর। তবে কবে থেকে এই টিকাকরণ শুরু হবে তা এখনও জানা যায়নি।