দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বুথে চলছে অবাধ ছাপ্পা। প্রতিবাদ করতে গিয়েছিলেন নির্দল প্রার্থী। প্রার্থীর শাড়ি খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সরগরম রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ৩৮৯ নম্বর বুথে নির্দল প্রার্থী মহুয়া দাসের শাড়ি খুলে নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিদনিধিরা ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে যান। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ।
ক্যামেরা কেড়ে নেওয়া হয়। গোটা ঘটনা দাঁড়িয়ে দেখেছে পুলিশ। বুথের সামনে কর্তব্যরত পুলিশকর্মীরা কার্যত নিষ্ক্রিয় ছিলেন বলেই অভিযোগ। বিরোধীদের অভিযোগ, এই ওয়ার্ডের একাধিক বুথে একই ভাবে ছাপ্পা হয়েছে। কাঠগড়ায় তৃণমূল।