দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কড়া বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে সুস্থতার পথে অনেকটা এগোল বাংলা। বলতে গেলে একেবারে শেষের মুখে তৃতীয় ঢেউ। নতুন বছরে প্রথমবার রাজ্যের দৈনিক সংক্রমণ একশোর নিচে। একদিনে সংক্রমিত হয়েছেন মাত্র ৮৯ জন রাজ্যবাসী। যা আগের দিনের তুলনায় অনেকটা কম। একদিনে করোনার বলি মাত্র ১ জন। দৈনিক সংক্রমণ একশোর নিচে নামায় স্বস্তিতে বাংলার বাসিন্দারা। একদিনে সুস্থ ২০৪ জন। রাজ্যে সুস্থতার হার অনেকটা বেশি।