দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে। গরমের জ্বালা হারে হারে পাচ্ছেন মানুষ। শুধু সকালে এবং সন্ধ্যার পরে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভব করা যাচ্ছে। তাও খুব বেশিদিনের জন্য নয় বলেই মনে করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে গরমের উত্তাপ বাড়বে, এমনই আভাস পাওয়া যাচ্ছে হাওয়া অফিসের খবরে।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে , আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় শুষ্ক আবহাওয়াই থাকবে এবং গরম ভালভাবেই টের পাওয়া যাবে। দোলের পর থেকে গরম আরও বাড়বে বলেই খবর।
তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বরং আবহাওয়া বেশ শুষ্কই থাকবে। বসন্তের প্রভাব টের পাওয়া যাবে। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি। তা সময়ের নিরিখি সামান্য হেরফের হতে পারে।