দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
আর শীতসুখ নয়, এবার ভ্যাপসা গরমে ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে। এখনও ভোর এবং রাতের দিকে হালকা শীত শীত ভাব অনুভূত হচ্ছে। ধীরে ধীরে হাওয়া বদলের পালা। বাড়বে তাপমাত্রা। চলতি বছর কলকাতাতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে তাপমাত্রার পারদ, জানাচ্ছেন ভূতত্ত্ববিদ সুজীব কর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। ভূতত্ত্ববিদ সুজীব কর বলেছেন, ১৫ মার্চ থেকে ১৫ মে এই সময়ে এর মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।” অতীতের সমস্ত রেকর্ড ভাঙতে পারে তাপমাত্রার ঊর্ধ্বমুখী গ্রাফ।