দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
গত কয়েক মাসের ভয়াবহ ছবি মুছে করোনা মুক্তির পথে রাজ্য। গত ২৪ ঘণ্টায় ২১ হাজারেরও বেশি করোনা পরীক্ষা হয়েছে বাংলায়। আক্রান্তের সংখ্যা একশোর নিচেই রয়েছে। স্বস্তি দিচ্ছে চিকিৎসক মহলকে।
স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৬৮ জন। পজিটিভিটি রেট ০.৩২ শতাংশ। যা সোমবারের তুলনায় অনেকটা কম। বাংলায় করোনার মৃতের সংখ্যা শূন্য ছিল। কিন্তু এদিনের পরিসংখ্যান বলছে, করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১ হাজার ১৮১ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০৫। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ২৫০ জন।