দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
চলতি অর্থবর্ষের জন্য বাজেটে একাধিক বড় ঘোষণা করা হয়েছে রাজ্যবাসীর জন্য। এই ঘোষণা গুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল রাজ্যে ১.২ কোটি কর্মসংস্থানের প্রস্তাব। শুক্রবার বিধানসভায় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মহিলা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করেন৷ বাজেট পেশ করার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানান, চলতি বাজেটে রাজ্য সরকার 1.2 কোটি কর্মসংস্থানের প্রস্তাব দিয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দেয়া সবথেকে বড় প্রতিশ্রুতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল কর্মসংস্থান। আজকের বাজেটে এই ঘোষণার ফলে সেই দিকে বিরাট গতি আসবে এমনটাই মনে করা হচ্ছে। সামনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে বাংলায় বড় বিনিয়োগ আসতে পারে এমনটাই মনে করা হচ্ছে।