দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
নতুন বছরের শুরুতে দেশ জুড়ে করোনা পরিস্থিতি রীতিমতো বিপদজনক হয়ে উঠেছিল। কিন্তু কড়া বিধিনিষেধ এবং টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। গত ২৪ ঘণ্টায় যেমন বাংলায় সংক্রমিতের সংখ্যা নামল একশোর নিচে। আবারও মৃত্যুহীন রাজ্য।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭১ জন। গতকাল সংখ্যাটা একশোর গণ্ডি পেরিয়েছিল। রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৬ হাজার ৩৬৯ জন। যদিও তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন। বুলেটিন বলছে , রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ১১১ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৮১ মানুষ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ।