দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে মাছের দাম। হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন গত কয়েকদিনে গড়ে মাছের দাম ২০-৩০ শতাংশ বেড়েছে। মাছের দাম বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়েছেন খাদ্য রসিক বাঙালি।
পেট্রল এবং ডিজেল-উভয় জ্বালানিই সেঞ্চুরি পার করেছে। সরাসরি প্রভাব পড়েছে হাওড়া পাইকারি মাছ বাজারে। মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, “তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার ফলে অন্ধপ্রদেশ, ওড়িশা এবং অন্য রাজ্য থেকে মাছের আমদানি কমে গিয়েছে।
মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, ১ কেজি সাইজের কাতলা মাছ এই পাইকারি মাছ বাজারে ১৮০- ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২২০-২৫০ টাকা। রুই মাছ ১৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪৫-১৫০ টাকা। পাবদা
বিক্রি হচ্ছে ৩৬০-৩৭০ টাকা দরে। ভেটকি বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। উপরোক্ত সব দামই পাইকারি বাজারের মাছের দাম।