দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মৌসুমি বায়ু ঢুকলেও দক্ষিণবঙ্গে দুর্বল হয়ে পড়ল। আগামী কয়েকদিন বিশেষ বৃষ্টির সম্ভাবনা দেখছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা। ভারী বৃষ্টি তো দূর, বৃষ্টি হবে কি না সেটা নিয়েই বড়ো রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এই বর্ষা দক্ষিণবঙ্গে খুবই দুর্বল। ১ জুন থেকে ২২ জুন পর্যন্ত যা বৃষ্টি হওয়ার কথা, তার থেকে ৩৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আগামী দিনের যা পূর্বাভাস, তাতে এই ঘাটতি আরও বেড়ে যেতে পারে।
জুনে কলকাতায় এখনও পর্যন্ত একদিনে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গত ১৪ জুন। ওই দিন আলিপুরে রেকর্ড করা হয়েছিল ৩৯ মিলিমিটার।কলকাতায় গোটা জুনে বৃষ্টি হওয়ার কথা ৩০০ মিলিমিটার। কিন্তু এখনও পর্যন্ত ১০০ মিলিমিটারও বৃষ্টি হয়নি শহরে। মৌসুমি অক্ষরেখার দুর্বল হয়ে যাওয়া এবং বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ না থাকার ফলেই আপাতত জোর বৃষ্টির বেশি সম্ভাবনা নেই। মূলত স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েই আপাতত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়।