দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গত রবিবার থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল শহর থেকে শহরতলি। এদিকে মঙ্গলবার সকালিও সেই একই অবস্থার তেমন কোনো উন্নতি না দেখা গেলেও দুপুরের পর থেকে কালো মেঘে ঢাকতে শুরু করেছে আকাশ। আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলা।
তবে ভারী বৃষ্টি অব্যহত থাকবে উত্তরের জেলাগুলিতে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এর আগে সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে পঁচা ভাদ্র’র প্রবাদ অক্ষুণ্ণ রেখেই বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ার দরুণ মানুষের গলদঘর্ম অবস্থা।
আলিপুর আবহাওয়া দফতর সুত্রে পাওয়া তথ্যানুযায়ী মৌসুমী অক্ষরেখা মোজাফফরপুর থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে অসম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যার প্রভাবেই শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হবে সিকিম ও অন্যান্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।