দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
৩ অগাস্ট পর্যন্ত ED হেফাজতে থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। মোট ১০ দিন তাঁদের ইডি হেফাজতের মেয়াদ বাড়াল বিশেষ ইডি আদালত। এই মুহূর্তে ভুবনেশ্বরে রয়েছেন পার্থ। মঙ্গলবার সকাল ৫টা ৪০ মিনিটের বিমানে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হবে তাঁকে। তারপর থেকে ED হেফাজতেই থাকবেন তিনি। ৩ অগাস্ট তাঁদের আবারও আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।