দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে পার্থকে। সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়কেও জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সিবিআই আদালতের বিচারক। আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকবে হবে তাঁদের। আলিপুরে বিশেষ CBI আদালতে পার্থ ও কল্যাণময়ের জেল হেফাজতের আর্জি জানিয়েছিল সিবিআই।
জামিন পেলে তাঁরা সাক্ষীদের প্রভাব খাটাতে পারেন বলেও দাবি করা হয়েছিল। সিবিআই-র আর্জিই মান্যতা পেয়েছে এ দিন। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত জুলাই মাসে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। পরে জেল হেফাজতেও ছিলেন তিনি।