28 C
Kolkata
Monday, October 2, 2023
More

    বিএড এমএড দের চুড়ান্ত বর্ষের পরীক্ষার ‘হোম সেন্টার’ নিয়ে বিতর্কের অবসান ঘটালেন WBUTTEPA

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বিগত ৮ই সেপ্টেম্বর,২০২০ তারিখে B.Ed.ও M.Ed. 4th Semester ( Regular ও Supplementary II) Examination 2020 এর নির্দেশ নোটিশ আকারে প্রকাশ করেছিলো ‘The West Bengal University of Teachers’ Training, Educational Planning and Administration’ । এরপরই চারিদিকে সমালোচনার ঝড় বয়ে যায়। কারণ নোটিশে উল্লেখ ছিলো, “Said examination(s) will be conducted via home centre.” । এই ‘home centre’ শব্দ দুটি নিয়েই বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই মনে করেন যে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিজের কলেজে এসে পরীক্ষা দিতে হবে। কারণ নোটিশে পরীক্ষা অনলাইন/অফলাইনে হবে সেই বিষয়টির কোনো উল্লেখ ছিলো না। কোন তারিখে, কোন সময়ে, কি পরীক্ষা হবে – শুধুমাত্র এই তথ্যগুলির উল্লেখ করা ছিলো।

    সবার সংশয় দূর করতে ও বিতর্ক থামাতে, WBUTTEPA আজ ১০ই সেপ্টেম্বর ‘পরীক্ষা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ” বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত আগেই নিয়েছে যে পরীক্ষা অনলাইনে, যে যার বাড়ি থেকে বসে দিতে পারবে। অফলাইনের কথা কখনোই বলা হয়নি। Home Centre এর অর্থ এই যে কলেজগুলি কে দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য।”

    বিশ্ববিদ্যালয়ের এই বিজ্ঞপ্তি দেখার পর সমস্ত সংশয় দূর হয়েছে। এই বিষয়টি সবার কাছে বোধগম্য হয়েছে যে ছাত্রছাত্রীরা বাড়ীতে বসেই পরীক্ষা দিতে পারবে। এই সিদ্ধান্ত জানার পরই ছাত্রছাত্রীদের মুখে হাসি ফিরে আসে। অনেকেই বলেন যে, কোরোনা বাতাবরণে যেখানে রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে তাদের home center এ গিয়ে পরীক্ষা দিতে হবে জেনে প্রাথমিকভাবে খারাপ লেগেছিলো। এখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি দেখে ভালো লাগছে।

    এই বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক, অধ্যাপিকাও বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিজ্ঞপ্তি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। জনৈক সহকারী অধ্যাপক জানান যে, পূর্বের পরীক্ষার নোটিশের সাথে যদি পরীক্ষা পদ্ধতি নিয়ে গাইডলাইনটিও প্রকাশিত হোতো তাহলে এত বিতর্ক তৈরি হোতো না। The Calcutta Mirror এর পক্ষথেকে বিভিন্ন কলেজের সাথে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিলো। তারা বলেছেন যে এই মুহূর্তে তাদের কাছেও পরীক্ষা সংক্রান্ত কোনো গাইডলাইন আসেনি। তবে তারা আশা প্রকাশ করেছেন যে, বিশ্ববিদ্যালয় সঠিক সময়ে গাইডলাইন সবাইকে জানাবেন। তাই সামগ্রিকভাবে একথা বলাই যায় যে বর্তমান সময়ে WBUTTEPA এর B.Ed. ও M.Ed. পরীক্ষার পদ্ধতি নিয়ে যে বিতর্ক চলছিলো, বিশ্ববিদ্যালয়ের ‘পরীক্ষা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি’ সেই সব বিতর্কের অবসান ঘটিয়েছে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    চলতি আইএসএলে জয়যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজে থেকে খেলতে নেমেছিল হায়দরাবাদ। তার কারণ এটাই তাদের প্রথম...

    জানেন ডেঙ্গু জ্বরের লক্ষণ কি কি ? উপসর্গ দেখে সতর্ক হোন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ডেঙ্গির জ্বর মৃদু ও গুরুতর উভয় ধরনের হতে পারে। এমন পরস্থিতিতে এর লক্ষণও...

    জানেন বিশ্ব কাঁপানো গোয়েন্দা সংস্থা কোন গুলি ? জানুন অজানা তথ্য

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কোন দেশের গোয়েন্দা সংস্থা সবচেয়ে দুর্ধর্ষ-এমন কৌতূহল অনেকের মধ্যে আছে। তবে ইন্টারনেটের বিভিন্ন...

    ১০ সেকেন্ডের টর্নেডো ! তছনছ হাবড়ার কুমড়া গ্রাম

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হাবড়ায় ১০ সেকেন্ডের সাইক্লোন। নিমেষে লণ্ডভণ্ড গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের...

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...