দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের রাজনীতির উত্তেজনায় রাজ্যজুরেই বিতর্ক। অন্যদিকে করোনা আবহে নদীর চর স্রোতের মতো মাঝে মধ্যে প্রচারও চালাচ্ছেন বিভিন্ন দল। তবে এবার নির্বাচনকে পাখির চোখ করে ব্লক স্তরে ব্যাপক রদবদল করল তৃণমূল কংগ্রেস। আর বৃহস্পতিবার পুরুলিয়ার ব্লক সভাপতি সহ পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকাও প্রকাশ করলেন তারা।
তবে এবারের ব্লক স্তরের তালিকায় পুরনো নয়, থাকছে অনেক নতুন মুখ। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু ব্লক স্তরে নয়, মাসখানেক আগে জেলা সভাপতি পদেও ব্যাপক রদবদল করেন তৃণমূল। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই ব্লক স্তরে নতুন মুখ আনল শাসক দল। ১০ই সেপ্টেম্বর অর্থাত বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার ব্লক সভাপতিদের যে নামের তালিকা সামনে এসেছে তাতে পুরনোর বদলে নতুন মুখের আধিপত্যই বেশি।
প্রসঙ্গত, গতবার লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। আর তার জেরেই এখন সেখানে মোট ২২ জন ব্লক সভাপতির মধ্যে ১৪ জনের মুখই নতুন। তাছাড়া অন্যদিকে বাঁকুড়া জেলার ২০টি ব্লকের মধ্যে ১৫টি ব্লকেই নতুন মুখ আনা হয়েছে।
পশ্চিম বর্ধমান জেলায় ব্লক সভাপতি বদলের হার কম। তবে এই জেলার ১৮টি ব্লকের মধ্যে ৮টি ব্লকেই আনা হয়েছে নতুন মুখ। দুর্গাপুরের এই চারটি ব্লকে নতুন সভাপতি মনোনয়ন করা হয়েছে। জেলা কমিটিতেও অনেক নতুন মুখ আনা হয়েছে। এই তিন জেলাতেই নতুন মুখ বাছাইয়ের ক্ষেত্রে জেলার বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে।
আগামী একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্লক সংগঠনে বিশেষ গুরুত্ব দিয়েছে তৃণমূল সরকার। এবার ব্লক স্তরে নন পারফরম্যান্স, অস্বচ্ছ ভাবমূর্তির নিরিখে ব্যাপক পরিবর্তন করা হল দলীয় সংগঠনেও।