26 C
Kolkata
Thursday, May 26, 2022
More

  ২০২১ কে সামনে রেখে রাজ্য জুড়ে ব্লকস্তরে ব্যাপক রদবল তৃণমূল কংগ্রেসের

  দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ভোটের রাজনীতির উত্তেজনায় রাজ্যজুরেই বিতর্ক। অন্যদিকে করোনা আবহে নদীর চর স্রোতের মতো মাঝে মধ্যে প্রচারও চালাচ্ছেন বিভিন্ন দল। তবে এবার নির্বাচনকে পাখির চোখ করে ব্লক স্তরে ব্যাপক রদবদল করল তৃণমূল কংগ্রেস। আর বৃহস্পতিবার পুরুলিয়ার ব্লক সভাপতি সহ পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকাও প্রকাশ করলেন তারা।

  তবে এবারের ব্লক স্তরের তালিকায় পুরনো নয়, থাকছে অনেক নতুন মুখ। প্রসঙ্গত উল্লেখ্য, শুধু ব্লক স্তরে নয়, মাসখানেক আগে জেলা সভাপতি পদেও ব্যাপক রদবদল করেন তৃণমূল। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই ব্লক স্তরে নতুন মুখ আনল শাসক দল। ১০ই সেপ্টেম্বর অর্থাত বৃহস্পতিবার বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার ব্লক সভাপতিদের যে নামের তালিকা সামনে এসেছে তাতে পুরনোর বদলে নতুন মুখের আধিপত্যই বেশি।

  প্রসঙ্গত, গতবার লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় খারাপ ফল করেছিল তৃণমূল কংগ্রেস। আর তার জেরেই এখন সেখানে মোট ২২ জন ব্লক সভাপতির মধ্যে ১৪ জনের মুখই নতুন। তাছাড়া অন্যদিকে বাঁকুড়া জেলার ২০টি ব্লকের মধ্যে ১৫টি ব্লকেই নতুন মুখ আনা হয়েছে।

  পশ্চিম বর্ধমান জেলায় ব্লক সভাপতি বদলের হার কম। তবে এই জেলার ১৮টি ব্লকের মধ্যে ৮টি ব্লকেই আনা হয়েছে নতুন মুখ। দুর্গাপুরের এই চারটি ব্লকে নতুন সভাপতি মনোনয়ন করা হয়েছে। জেলা কমিটিতেও অনেক নতুন মুখ আনা হয়েছে। এই তিন জেলাতেই নতুন মুখ বাছাইয়ের ক্ষেত্রে জেলার বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে সমন্বয় রাখার চেষ্টা করা হয়েছে।

  আগামী একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্লক সংগঠনে বিশেষ গুরুত্ব দিয়েছে তৃণমূল সরকার। এবার ব্লক স্তরে নন পারফরম্যান্স, অস্বচ্ছ ভাবমূর্তির নিরিখে ব্যাপক পরিবর্তন করা হল দলীয় সংগঠনেও।

  Related Posts

  Comments

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  সেরা পছন্দ

  ফের বেসরকারিকরণের পথে রাষ্ট্রায়ত্ত সংস্থা ! তালিকায় আর কোন কোন সংস্থা ?

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ফের বেসরকারিকরণের পথে একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। এবার হিন্দুস্তান জিঙ্ক। দেশের বৃহত্তম ইন্টিগ্রেটেড জিঙ্ক প্রস্তুতকারী...

  ‘মাঙ্কিপক্স’ মোকাবিলায় কতটা প্রস্তুত ভারত ? কি বলছে বিশেষজ্ঞরা

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : করোনা মহামারির বিপদ কাটতে না কাটতেই শিয়রে অন্য বিপদ, ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ। WHO-র সাম্প্রতিকতম তথ্য...

  ত্রাতা সেই মুখ্যমন্ত্রী , নতুন ইনভেস্টর পেল ইস্টবেঙ্গল ক্লাব

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ত্রাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ইনভেস্টর সমস্যা মিটে গেল ইস্টবেঙ্গলে। লাল-হলুদে ইনভেস্টর হিসাবে...

  করোনা মোকাবিলায় মোদীর প্রশংসায় পঞ্চমুখ বাইডেন , দুষলেন চীনকে

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কয়েকদিন আগে WHO জানিয়েছিল, কোভিডে মৃতের সংখ্যা চেপে গিয়েছে ভারত। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো...

  আগামীকাল ভারত বনধের ডাক ! একাধিক দাবি সংখ্যালঘু সম্প্রদায় কর্মচারী ফেডারেশনের

  দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আবারও ২৫ মে ভারত বনধের ডাক। ভোটে ইভিএম-র ব্যবহার বন্ধ সহ একাধিক বিষয়ে ভারত...