দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: রাজ্যের করোনা পরীক্ষা নিয়ে গাফিলতির কথা আমাদের আগেই জানা। তবে গত জুলাই মাসে কামারহাটিতে উচ্চমাধ্যমিক পড়ুয়া শুভ্রজিৎ চ্যাটার্জী’র মৃত্যুতে হাসপাতালের যে গাফিলতির চরম ছবি ধরা পড়েছিল তার দরুণ স্বাস্থ্য মিশনের কোপে কামারহাটি মিডল্যান্ড হাসপাতাল।
উল্লেখ্য গত ১৪’ই জুলাই রাতে তারা একটি সাদা কাগজে ‘কোভিড পজিটিভ’ লিখে ওই পড়ুয়াকে মৃত ঘোষণা করে। কিন্তু সাদা কাগজেই কেনো? কামারহাটির নার্সিংহোমের কাছে এই প্রশ্নের সঠিক উত্তর তলব করল রাজ্য স্বাস্থ্য কমিশন।
উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কামারহাটির মিডল্যান্ড হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তোলেন অভিযুক্তকারী। তবে হাসপাতালের যদি সত্যিই কোনো দোষ না থাকে বা কমিশন যদি তাদের উত্তর যদি সঠিক মনে করেন, তবেই স্বস্তি না হলে ঘোর অস্বস্তির মুখে পড়তে হবে হাসপাতালকে। ফলে উচ্চমাধ্যমিক পড়ুয়া শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর গাফিলতির প্রাথমিক ‘দায়’ কে মান্যতা দিয়ে মোটা অঙ্কের টাকা জরিমানা দিতে হবে কামারহাটির নার্সিংহোমকে কতৃপক্ষকে।
বৃহস্পতিবার স্বাস্থ্য কমিশন হাসপাতালের বিরুদ্ধে ওঠা গাফিলতির তথ্যকে প্রাথমিকভাবে মান্যতা দিয়েছেন। শুধু তাই নয় চূড়ান্ত শুনানিতে গাফিলতি প্রমাণিত হলে রাজ্যের স্বাস্থ্য কমিশনের কড়া পদক্ষেপের মুখে পড়তে পারে এই বেসরকারি হাসপাতালটি।
এপ্রসঙ্গে মৃত শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের হয়ে মামলাকারী আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় স্বাস্থ্য কমিশনকে জানান, “হাসপাতালের বাইরেই ফেলে রাখা হয় ওই পড়ুয়াকে। রক্তের নমুনা পরীক্ষা করে মাত্র ৫ মিনিটের মধ্যেই জানানো হয় শুভ্রজিৎ চট্টোপাধ্যায় কোভিড-১৯ পজিটিভ। হাসপাতালের তরফ থেকে একটি সাদা কাগজে কোভিড পজিটিভ লিখে দেওয়া হয়। মুমূর্ষু রোগীর কোন চিকিৎসা হয়নি।”
উভয় পক্ষের বক্তব্য শুনে কমিশন পর্যবেক্ষণ করে জানান,’গাফিলতির ক্ষেত্রে প্রাথমিক সত্যতা রয়েছে এবং গাফিলতির আসল কারনটিও সামনে এসেছে। ৩ সপ্তাহ পর এই মামলাটির চূড়ান্ত শুনানি হবে। ক্ষতিপূরন বাবদ ৭দিনে অগ্রিম ৫ লক্ষ টাকা কমিশনের অ্যাকাউন্টে জমা করতে নির্দেশ প্রদান করা হয়েছে’।
রাজ্য স্বাস্থ্য কমিশনের আদেশকে স্বাগত জানিয়েছেন শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মা। সুবিচার পাওয়ার আশায় কমিশনের দিকে তাকিয়ে পরিবার। শুভ্রজিতের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আরও জানান, “বেসরকারি হাসপাতালের গাফিলতি শুভ্রজিৎ চট্টোপাধ্যায় কে মৃত্যুর দিকে এগিয়ে দিতে সাহায্য করছে। সাদা কাগজে কোভিড পজিটিভ লিখে দেওয়ার মধ্যেই গাফিলতি স্পষ্ট”।