দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পৌষের শেষেও দেখা নেই শীতের। শুক্রবার সকালে পথঘাট কুয়াশায় মুড়লেও সেভাবে শীতের দাপট নেই তিলোত্তমায়। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টায় আরও বাড়বে তাপমাত্রা। অর্থাৎ সংক্রান্তিতেও হাড় কাঁপানো শীতের দেখা মিলবে না।
মরশুমের শুরু থেকেই বড্ড খামখেয়ালী শীত। যেন ধরাও দিয়েও দিচ্ছে না। মাঝে তাপমাত্রা কমলেও ফের এক ধাক্কায় তা বেড়ে যাচ্ছে অনেকটা। জানুয়ারিতেও দুপুরে অনুভূত হচ্ছে গরম হচ্ছে। শুক্রবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শনিবার আরও এক থেকে দুই ডিগ্রি বাড়বে তাপমাত্রা।
জেলায় শীতের আমেজ থাকলেও কলকাতা বা শহরতলীতে শীতের আমেজ দিনের বেলায় উধাও হতে পারে। তবে রবিবার থেকে হাওয়া বদল হবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। সোম ও মঙ্গলবার সামান্য তাপমাত্রা কমতে পারে। জেলাগুলির তাপমাত্রা থাকবে খানিকটা কম।
আগামী ৪৮ ঘণ্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা মোটামুটি একইরকম থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে দক্ষিণা বাতাসের প্রভাব থাকবে। উত্তরে বাতাস কার্যত থমকে গেছে।