দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো: চিকিৎসা পরিষেবা নিয়ে যাবতীয় অভিযোগের সমাধান করতে এবার দুয়ারে আসতে চলেছে স্বাস্থ্য কমিশন। রাজ্য সরকারের দুয়ারে সরকারের মতোই এবার ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্য। কমিশনের এর কাছে অভিযোগ জানাতে কলকাতায় তাদের অফিসে আর ছুটে আসতে হবে না কোন রোগীর কিংবা তাদের প্রয়োজনদের তবে অভিযোগের সমাধান করতে জেলায় জেলায় ঘুরে বেড়াবেন কমিশনের কর্তারা। ফোন করে চিকিৎসা সংক্রান্ত যেকোনো অভিযোগের বন্দোবস্ত করতে একটি কল সেন্টার তৈরি করা হবে।
সরকারি বেসরকারি হাসপাতাল চিকিৎসা কেন্দ্র থেকে রোগীকে ফেরানো হলে অথবা পরিমিত চিকিৎসা না হলে তার বিরুদ্ধে ওই গল্প সেন্টারে গিয়ে অভিযোগ জানাতে পারবেন রোগী এবং তাদের আত্মীয়রা। স্বাস্থ্য সাথী এবং চিকিৎসা সংক্রান্ত যে কোন অভিযোগের নিষ্পত্তি করতে জেলায় জেলায় রোগীদের একেবারে দোরগোড়ায় পৌঁছে যাবেন কমিশনের উচ্চপদস্থ কর্তারা। এ রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও আলোচনা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। বেসরকারি হাসপাতাল ক্লিনিক এবং ল্যাবরেটরি গুলিতে স্বাস্থ্যপরিসেবা দেওয়ার জন্য মোট সাড়ে পাঁচ হাজার লাইসেন্স প্রদান করা হয়েছে।
চিকিৎসা কেন্দ্রগুলি কে কিভাবে পরিচর্যা চালানো হবে নজরদারি করছে কিনা সত্যায় লক্ষ্য করবে প্রশাসন। স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো পরিষেবার সুষ্ঠু সমন্বয়ে ঘটনার ক্ষেত্রেও তারা সক্রিয় ভূমিকা নেবে।বেসরকারি হাসপাতালের বাইরে কমিশনের নির্দেশিকা একটি ফ্লেক্স এর আকারে টাঙ্গানো থাকবে। প্রয়োজন হলে বেসরকারি হাসপাতালেও তারা পর্যবেক্ষণ করবেন। চিকিৎসা জনিত অভিযোগ জানানোর সুফল পেয়েছেন কিনা সাধারণ মানুষ সেদিকেও খতিয়ে দেখবেন তারা। ৮ ই ফেব্রুয়ারি মালদহের চাচলে প্রথমবার তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই জেলায় স্বাস্থ্য সাথী নিয়ে ছয়টি অভিযোগের খতিয়ে দেখার জন্য বসানো হবে স্বাস্থ্য কমিশন। এছাড়া অন্য কোন সমস্যা কিনা তাও দেখা হবে মালদহের পর পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে যাবেন তারা।