দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
উষ্ণ ফেব্রুয়ারির পর এবার উষ্ণতর মার্চের স্পষ্ট পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রাও বাড়ছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৮ থেকে ৮১ শতাংশ। বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রাতের তাপমাত্রাও এক ডিগ্রি বা তার সামান্য বেশি বাড়বে। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস, ঝাড়খণ্ড ও ওড়িশাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝাড়খণ্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। চলতি সপ্তাহেই ভিজতে চলেছে দক্ষিণের একাধিক জেলাও।