দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
বসন্তে তাপমাত্রার তীব্রতা থেকে খানিক স্বস্তির খবর। রাজ্যের ১২ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। রাত থেকেই উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের জেলা গুলিতেও বৃষ্টি নামার পূর্বাভাস আজ থেকে।
দক্ষিণবঙ্গের মালদা, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও।
কলকাতা, বাঁকুড়ায় ও জলপাইগুড়িতে আকাশ মেঘলা থাকবে। ভোরের দিকে এখনও ঠান্ডা আবহাওয়া থাকবে। তবে এখনই ভিজছে না কলকাতা। আপাতত ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতায় আবহাওয়া শুকনোই থাকবে।