দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সোমবারও বৃষ্টি হবে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সকালেই জানিয়েছে দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা। সকাল সাড়ে ন’টা নাগাদ জারি করা সেই বিবৃতিতে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে কলকাতার বেশ কিছু এলাকা এবং সংলগ্ন হাওড়া জেলাতেও। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি-বাদলার আবহাওয়া চলবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে সোমবার সকালের বিবৃতিতে আলাদা করে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হাওড়া জেলায়।