দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
পশ্চিমী অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে বাংলায়। পাশাপাশি ইতিমধ্যেই বাংলার উপর দিয়ে বেরিয়ে গিয়েছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। তবে এটাই শেষ দিন। প্রভাব কমে এসেছে পশ্চিমী অক্ষরেখার। সে কারণে বৃষ্টি হলেও তার দাপট ততটা বেশি থাকবে না।
বৃহস্পতিবার থেকে দাপট একদমই কমে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে বৃষ্টির জেরে বর্তমানে বঙ্গের তাপমাত্রায় বেশ খানিকটা পারাপতন দেখতে পাওয়া গেলেও বৃষ্টির দাপট কমতেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। কয়েকদিন ধরে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছিল।
আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বৃষ্টি একেবারে উধাও হয়ে গেলও এরকমটা একেবারেই নয়। ২৬ মার্চ বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে।