দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। এবার মহাবীর জয়ন্তীতেও ছুটি দিচ্ছে রাজ্য সরকার। শনিবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে নবান্ন। স্কুল, কলেজের পাশাপাশি ওই দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি সমস্ত অফিসও। নবান্নের এহেন ঘোষণা দেখে সরকারি কর্মচারীদের একাংশ মনে করছে, ডিএ আন্দোলনের ঝাঁজ কমাতে অতিরিক্ত ছুটি দিচ্ছে সরকার। কিন্তু এতে কতটা ফলশ্রুতি হয় সেটাই দেখার। তবে এখনই বরফ গলছে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন আন্দোলনকারী রাজ্য সরকারের কর্মীরা।
৩ এপ্রিল, সোমবার মহাবীর জয়ন্তী। মূলত জৈন ধর্মাবলম্বীদের উৎসব। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সে কথা মাথায় রেখেই জৈন সম্প্রদায়ের উৎসবেও রাজ্যে ছুটির ঘোষণা করল তাঁর নেতৃত্বাধীন সরকার। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা পরপর দু’দিন ছুটি পাচ্ছেন। যদিও রাজ্য়ে জৈন সম্প্রদায় ভুক্ত জনসংখ্যা অনেকটাই কম।