দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
রামনবমীর নামে সাম্প্রদায়িক উসকানি বরদাস্ত নয়। রেড রোডের ধরনা মঞ্চ থেকে বিজেপিকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সাফ কথা, রামনবমীর মিছিলের নামে মুসলিম এলাকায় গিয়ে হামলা চালালে কিন্তু আইন আইনের পথে চলবে।
মমতার অভিযোগ, “বিজেপির নেতারা বলে বেড়াচ্ছে রামনবমীর মিছিলে যে অস্ত্র পাব, হাতে নিয়ে বেরিয়ে পড়ব। আমি বলছি, আমি রামনবমীর মিছিল আটকাব না। কিন্তু বলে রাখলাম কোনওরকম অশান্তি হলে পালটা মিছিল কিন্তু আমরাও বের করতে পারি।”
আরও স্পষ্ট করে মমতা বলে দেন,”রামনবমীর মিছিলের নামে যদি মুসলিম এলাকায় ঢুকে অশান্তি বাঁধানোর চেষ্টা করা হয়, তাহলে আইন কিন্তু আইনের পথে চলবে।