দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
ফের আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে ওড়িশা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে, এমনটা জানাচ্ছে ওপার বাংলার আবহাওয়াবিদরা। তথ্য অনুযায়ী, এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়টির নাম হতে চলেছে ‘মোচা’।
আগামী মাসে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর অথবা আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড় ‘মোচা’ তৈরি হতে পারে। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টি সেই সময় শক্তি সঞ্চয় করবে এবং পরে তা উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এই ঘূর্ণিঝড়টি কবে আঘাত হানবে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ঝড়ের বিষয়ে নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে। কিন্তু, এই ঝড়টি কোথায় তৈরি হবে এবং তার গতিপথ ঠিক কী হতে চলেছে তা এখনই বলা সম্ভব নয়। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানানো হচ্ছে। নতুন করে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়বে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।