দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
মালদার স্কুলে ঢুকে পণবন্দি করার ঘটনা নিয়ে গোটা রাজ্যে আলোড়ন পড়ে গিয়েছিল। সরকারি স্কুল গুলির নিরাপত্তা এবং ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এই পরিস্থিতি ভাবিয়ে তুলেছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেক স্কুলের সুরক্ষায় দারোয়ান নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক বৈঠক চলাকালীন এমন নির্দেশই দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেই নির্দেশের পরই শুরু হয়েছে জোর তৎপরতা। এখন ৯ হাজারেরও বেশি স্কুলে দারোয়ান নিয়োগ করা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
এদিকে আগে সরকারি স্কুলগুলিতে দারোয়ান ছিল। সেই পদে লোক নেওয়া হতো। কিন্তু কালের গতিতে অবসর নেন তাঁরা। তখন থেকেই শূন্যপদ তৈরি হয়। সেখানে ফের দারোয়ান নিয়োগ করার বিষয়টি নিয়ে ভাবনা–চিন্তা শুরু হয়েছে। এই দারোয়ান নিয়োগের বিষয়টি তিন বছর আগে নবান্নতে জানিয়েছিল রাজ্য স্কুলশিক্ষা দফতর।