দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
কোনও ঝড়-বৃষ্টি নয়, ঘূর্ণিঝড় ‘মোকা’-র জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা ? প্রাথমিকভাবে উঠে আসছে এই তথ্য। এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে সেই মোতাবেক মোকার অভিমুখ বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে। তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে সোমবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ৯ তারিখ তা গভীর নিম্নচাপে পরিণত হবে। ১০ তারিখ তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে।
আরও দেখুন
পাশাপাশি ১১ তারিখ পর্যন্ত উত্তর-উত্তর পশ্চিম দিকে গতি ঘুরিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে মোকা। এরপর তা বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলা থেকে জলীয় বাষ্প টানতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক হবে। বাড়বে তাপমাত্রা জনিত অস্বস্তিও।
ফের ৪০ ডিগ্রি ছাড়াবে কলকাতার তাপমাত্রা?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের একবার তিলোত্তমার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। ক্রমশ বাড়ছে কলকাতার তাপমাত্রা। আগামী কয়েকদিনে আরও বাড়বে অস্বস্তি। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে।