দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো :
সামনেই পঞ্চায়েত ভোট। জোরকদমে প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী। তার আগে ভাঙন অস্বস্তিতে বিপাকে পড়ছে শাসক তৃণমূল। রাজ্যের নানা প্রান্তে চলছে দলবদল। তৃণমূল ছেড়ে বিরোধী শিবিরে ভিড়ছেন বহু কর্মী। কয়েকদিন আগেই বীরভূমে বড় সভা করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বীরভূমেই তৃণমূলে বড় ভাঙন।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় ৭০টি পরিবার। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপির বীরভূম জেলার সহ সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় এবং হাঁসন ৫ নম্বর মণ্ডল সভাপতি বাসুদেব মণ্ডল। বীরভূম বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন বকটুইকাণ্ডে নিহত পরিবারের সদস্য মিহিলাল শেখের উদ্যোগেই এই যোগদান পর্ব চলেছে।